বাবুগঞ্জে সরকারি জমিতে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে মার্কেট নির্মাণের অভিযোগ


মামুনুর রশীদ নোমানী,বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে।অভিযোগের তীর স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহেরচর বাজারের সরকারি খাস জমিতে সম্প্রতি একাধিক দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি—কোনো সরকারি অনুমোদন ছাড়াই এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে, এবং এ কাজের নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান নিজেই।
একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন,“চেয়ারম্যান সরকারি জায়গা নিজের নিয়ন্ত্রণে নিয়ে পাকা দোকানঘর তুলছেন। এতে বাজারের রাস্তা সরু হয়ে গেছে, মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরচর বাজারের সরকারি খাস জমিতে সম্প্রতি পাকা দোকানঘর নির্মাণের কাজ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসিউর রহমান সরকারি অনুমোদন না থাকা সত্ত্বেও দিনরাত অবৈধ মার্কেট নির্মাণ কাজ করছেন।
অভিযোগ রয়েছে, তিনি সরকারি সম্পত্তি দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন। এতে সরকারি সম্পদের ক্ষতি ছাড়াও বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত ঘটছে।স্থানীয়দের আরও অভিযোগ, চেয়ারম্যান মশিউর রহমানের বিরুদ্ধে পূর্বেও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সরকার পরিবর্তনের পরও তিনি প্রভাব খাটিয়ে প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সচেতন নাগরিকদের দাবি, “প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে সরকারি খাস জমি দখলমুক্ত করুক এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক।এ বিষয়ে প্রশাসনের মন্তব্য জানতে দেহেরগতি ইউনিয়ন ভূমি কার্যালয় ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।