হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার নিরাপদ থাকা সম্ভব নয়: নুর

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা পুরাপুরি খুশি নয়। এই রায় কার্যকর নিশ্চিত না হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ ছাত্র-জনতার কেউ নিরাপদ থাকা বা চিন্তামুক্ত থাকা সম্ভব নয়। সুতরাং আমরা সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকরের আহ্বান করছি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আংশিক রায় দেওয়া হয়েছে। বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এই রায়কে আংশিক রায় হিসেবে গণ্য করছি। দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। খুনী হাসিনা ও আসাদুজ্জামান খানকে শুধু ফাঁসির রায় দিলেই হবে না, বরং আরও যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। প্রতিটা আওয়ামী সন্ত্রাসীর বিচার নিশ্চিত করতে হবে। ভারতের সাথে আমাদের বন্দী বনিময় চুক্তি রয়েছে। আমরা এই চুক্তিকে কাজে লাগিয়ে হাসিনাকে দেশে এনে বিচার কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, কোন কোন রাজনৈতিক দল ভোটের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভোট চাচ্ছে, সুযোগ দেওয়ার কথা বলে। আবার কেউ কেউ নাকি চালের বস্তা পাঠাচ্ছে। আমরা তাদের বিষয়ে জাতিকে সতর্ক করতে চাই। আমাদের এই ফ্যাসিস্টের সহযোগিদের বিষয়েও ভূমিকা রাখতে হবে।
রাজসাক্ষীর শাস্তির বিষয়ে নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এবং গুলি করার অন্যতম নির্দেশদাতা পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মাত্র ৫ বছরের জেল দেওয়া হয়েছে। যার নির্দেশে গুলি চালানো হয়েছে অথচ তাকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় তাকে লঘু শাস্তি না দিয়ে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান করছি।রায়ের অভিব্যক্তি শেষে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।
গনঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফের সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বক্তব্য দেন। উপস্থিত ছিলেন এডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, উচ্চতর পরিষদ সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



