তারেক রহমান বরিশালে যাচ্ছেন ২৬ জানুয়ারি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৬ জানুয়ারি বরিশালে আগমন করবেন। শহরের বেলস পার্কে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগের নির্বাচনি জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি সভা আয়োজন করা হবে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল কালাম শাহীন বলেন, প্রতীক বরাদ্দের পর তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি সফর শুরু করবেন। সিলেটের পর বরিশাল হবে তার দ্বিতীয় গন্তব্য। উল্লেখ্য, এর আগে ২০০২ সালে বরিশালে সফর করেছিলেন তারেক রহমান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


