বিনোদন

দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম

hero alom 2 1679205768
print news

সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় জায়গা করে নেয়া হিরো আলম জানিয়েছেন, আগামী নির্বাচনে কোনো দলীয় প্রতীক নিয়ে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনটি আসনের কথা ভেবে রেখেছেন। যেকোনো একটি আসন বা তিনটি আসন থেকেই নির্বাচন করবেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম। কিছুদিন আগে এমনই গুঞ্জন উঠে নানা মাধ্যমে। সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলার সময় এমনটা জানান তিনি। বলেন, চিন্তা করেছি কোনো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনটি আসনের কথা ভেবেছি। এর মধ্যে রয়েছে ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬। আসনগুলোর মধ্যে যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেব।

হিরো আলম আরও বলেন, এবার তিনটি আসনেই নির্বাচন করতে পারি। কিন্তু এ ব্যাপারে এখনই কিছু জানাতে চাচ্ছি না। পরে কথা বলব। সেই সময় সবাইকে চমক দেব।

হিরো আলম জানান, তার অনেক দিনের স্বপ্ন ও নেশা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন। বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব আমি। আর সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে।

আলোচিত এ ব্যক্তি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাব আমি। সেখানে সারাদিন থাকব—এমনটাই পরিকল্পনা করেছি। এছাড়া বঙ্গবন্ধুর বাড়ির আশপাশের মানুষের সঙ্গে সময় কাটানোরও পরিকল্পনা করেছি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলব।

এছাড়া কাজের ব্যাপারে তিনি জানান, শিগগিরই তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সিনেমাগুলোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কয়েকটির সেন্সরও হয়েছে। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্যও সিনেমা রয়েছে। পাশাপাশি নতুন কয়েকটি গানও মুক্তি পাবে। আপাতত এ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *