বেগম জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল


বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের আয়োজনে ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন। দোয়া মাহফিলে ঝালকাঠী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান সভাপতিত্ব এবং সাধারন সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু সঞ্চালনা করেন। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ- সভাপতি মোঃ সাহারিয়ার খান সোহেল, এম আর মুন্না, যুগ্ম সম্পাদক সৈয়দ সাকি, দপ্তর সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ঝালকাঠী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসেন, সদস্য,সচিব মোঃ মবিনুল ইসলাম সাদ্দাম, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মাফুজ হোসন, ঝালকাঠী সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব মোঃ হাদিসুর রহমান হাদিস সহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ । দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং কারা মুক্তির জন্য দোয়া করা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্থ্যতার সাথে নেক হায়াত দরাজ, দেশের মানেষের পাশে থাকার জন্য সুস্থতার সাথে নেক হায়াত দারাজের জন্য দয়া মোনাজাত করা হয়।