বরিশাল বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি : বেড়েছে চুরি-ডাকাতি

rajapur 1
print news

মাসুদ সিকদার : ঝালকাঠির রাজাপুরে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আশঙ্কাজনকহারে বেড়েছে চুরি-ডাকাতি। নাকের ডগায় এসব ঘটনা ঘটলেও কিছুতেই চোর- ডাকাতদের আটকাতে পারছে না পুলিশ প্রশাসন। আর এ সুযোগে চোর- ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠেছে। ফলে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ও সরকারি কোয়ার্টারে চুরি, ডাকাতি, এখন নিত্যদিনের ঘটনা। পুলিশি তৎপরতা না থাকায় বেড়েছে চুরি-ডাকাতি।

সম্প্রতি দিনের বেলা রাজাপুর সহকারী কমিশনার (ভূমি)’র বাসায় চুরি হয়েছে।রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের সামনে সরকারি কোয়ার্টারে দিন-দুপুরে ঘটেছে চুরির ঘটনা।

এছাড় রাজাপুরের টিএ‍্যান্ডটি রোডে একই ভবনে এইউইও এবং অধ‍্যক্ষের বাসা , টিএ‍্যান্ডটি রোডের ব‍্যবসায়ী উথানের বাসা , রাজাপুর জেলখানা রোডে মুন্নির বাসা, বাইপাসে সৈনিকের বাসা চুরি হয়েছে ,সাবেক উপজেলা চেয়ারম্যান বাচ্চু’র বাসায় ডাকাতি হয়েছে, বাইপাসে সরকারি কলেজের প্রভাষকের বাসা , শিক্ষক সমিতি ভবন সড়কে শিক্ষক মিজানের বাসা ,গালুয়া দুর্গাপুর গ্রামে পর পর দুইটি  বাড়িতে চুরি হয়েছে ।

৩০ শে আগস্ট রাতে ৪টি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে।এছাড়া ৭৭নং তারা বুনিয়া স্কুলের পাশে আলতাফ হোসেনের দোকান চুরি হয় চোরেরা নগদ ১৫০০০ টাকা ও একটি টিভি নিয়ে চলে যায়।

উপজেলার বড়ইয়া ইউনিয়নের চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে । ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এক বাসিন্দা জানান ,দক্ষিণ বড়ইয়া সিকদার বাড়ি জামে মসজিদের মাইকের মেশিন চুরি হয় তার কিছু দিন পরেই একই বাড়ির একটি টিউবওয়েল (হেড) চুরি হয় । একই বাড়ির ব্যাক্তিগত মাছধরা জাল ও ছাগল চুরি হয় । ইউনিয়নের সোনারগাঁও, আদাখোলা, উওমপুর বাজার,বড়ইয়া গ্রাম,  পালটে  গরু চুরি হয়।

বেড়েছে সিঁধকাটা ও গরু চোরের উপদ্রব । নেই প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতা।এ চোর আতঙ্কে নির্ঘূম রাত কাটাচ্ছে এলাকাবাসী।

স্থানীয় সচেতন মহলের দাবী রাজাপুরে জনপ্রতিনিধিরা শক্ত ভুমিকা নিলেই চোর দমন করা সম্ভব কিন্তু অনেক জনপ্রতিনিধিও   নেতারা চোরদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন। বিভিন্ন সময়ে চোর, জুয়ারীদের পক্ষ নিতে চিহ্নিত অনেক জনপ্রতিনিধিদের দেখা গেছে। যার জন্যই রাজাপুরের চোর দমন করা সম্ভব হচ্ছে না। আর নির্ঘুম রাত কাটাতে হয় রাজাপুরবাসীর।পুলিশের রাত্রিকালীন নিয়মিত টহল কম থাকায় চুরি ঠেকানো যাচ্ছে না। এ কারণে একের পর এক চুরির ঘটনা ঘটছে।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, গোয়ালঘর থেকে গরুর গলার রশি কেটে  চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। এখন পর্যন্ত চুরির ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শাহজাহান মোল্লা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে পাশাপাশি পুলিশ প্রশাসনকে দায়িত্বশীল হতে হবে। তিনি আরও বলেন, জনমনে যে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য পুলিশ প্রশাসন এলাকার জনগণকে সাথে নিয়ে কি করনীয় তা আলোচনা করতে হবে।

স্থানীয়া জানিয়েছেন, রাজাপুর থানা পুলিশ ভিন্ন কাজে ব্যস্ত থাকায় চুরিসহ রাজাপুরে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। থানা প্রশাসনকে এখন নতুন করে সাজানোর দাবি সকলের।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *