বরিশাল বাংলাদেশ

বরগুনায় বেড়েছে ডেঙ্গু, প্রতিরোধে কাজ করছেন স্বেচ্ছাসেবক লীগ

IMG 20230923 WA0000
print news

ইবরাহীম সোহেল, বরগুনা : বরগুনায় ক্রমাগতভাবে বেড়েছে ডেঙ্গু, আক্রান্ত হয়েছেন একাদিক মানুষ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারাও গেছে এবং আতঙ্কে আছে সাধারণ মানুষ। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরির লক্ষ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।

২৩ সেপ্টেম্বর (শনিবার) বরগুনা পৌর শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির জন্য সপ্তাহব্যাপী ক্যাম্পেইন, ফগিং ও মশা নিরোধ কিটনাশাক প্রয়োগের কার্যক্রম সূচনা করেছে বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

এডিস মশার বিস্তার রোধে ফগিং মেশিনে কীটনাশক প্রয়োগ ছাড়াও এসময় জনসচেতনতা বৃদ্ধিতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরন করেন।

এসময় বরগুনা পৌরসভার কাউন্সিলর মীর আরাফাত জামান তুষারসহ সংগঠনের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, বরগুনায় ইতিমধ্যে প্রায় পঁচিশ শত লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পাঁচজন মৃত্যু বরনও করেছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ একটি রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী হাতে নিয়েছি। এসময় তিনি আরও বলেন, শুধু কোন সংগঠন সবকিছু পরিস্কার পরিছন্ন রাখতে পারে না, তাই সকলের সহযোগীতার প্রয়োজন। যার যার স্থান থেকে সকলে কাজ করলে আমরা এই ডেঙ্গু থেকে রক্ষা পাবো।

বরগুনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুরাদ হোসাইন বলেন, বরগুনায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই কার্যক্রম গ্রহন করেছে। আমরা পর্যায়ক্রমে বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধোক কীটনাশট প্রয়োগ করবো।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *