বাংলাদেশ রাজনীতি

ঝালকাঠিতে রোডমার্চ সফল করেছে বিএমপি

Screenshot 2023 09 23 16 32 31 065 com.android.chrome2
print news

মো: ইমরান হোসেন : ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একদফা দাবিতে বরিশাল বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে ঝালকাঠিতে পথ সভা করেছে বিএনপি

ভোটাধিকার প্রতিষ্ঠার ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর শনিবার বিএনপি বরিশাল বিভাগীয় রোডমার্চ কর্মসুচীর অংশানুযায়ী ঝালকাঠিতে দুপুর ১২ টায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রবেশ মুখ পেট্রোল পাম্প মোড়ে এ পথাসভা অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনতা পথসভায় যোগদান করেন। ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবঃ আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিষ্টার মুহম্মদ শাহজাহান উমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব মোঃ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারন সম্পাদক মোঃ রাজিব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাসেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফ মাহামুদ জুয়েল,
ঝালকাঠি পৌর বিএনপি সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপি সভাপতি প্রফেসর এজাজ হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার , সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল , জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । নেতৃবৃন্দ ১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষনা দেন। কোন সেলফিতে হাসিনা সরকার তার ফ্যাসিবাদী শাসন ধরে রাখতে পারবে না। জনতা জেগেছে স্বৈরাচারের পালাতে হবে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *