বরিশাল বাংলাদেশ

বরিশাল থেকে দ্বিতীয় দফায় ভারত গেল ১০ টন ইলিশ

image 721386 1695489038
print news

দুর্গাপূজা উপলক্ষ্যে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতে পাঠানো হয়েছে ১০ টনের বেশি ইলিশ। দুই রপ্তানিকারক মাহিমা এন্টারপ্রাইজ ও জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে শুক্রবার রাতে এই ইলিশ পাঠানো হয়।

এর মধ্যে মাহিমা এন্টারপ্রাইজের মালিক নীরব হোসেন টুটুল পাঠিয়েছেন আট টন ইলিশ। এ ছাড়া ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে ২ টন ৪শ কেজি ইলিশ পাঠিয়েছেন পোর্ট রোড মোকামের ব্যবসায়ী খান হাবিব।

রপ্তানিকারক ও বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, ভারতে পাঠানো ইলিশের প্রতিকেজির দাম পড়ছে ১০ ডলার হিসাবে ১ হাজার ১০০ টাকা। বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। পোর্ট রোডেও ইলিশের সংকট রয়েছে। তাই রপ্তানির জন্য ইলিশ কিনতে ঝামেলায় পড়তে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *