হিজলায় গভীর রাতে মাদক ব্যাবসায়ী জনতার হাতে আটক


মাওঃজাহিদুল ইসলাম কাসেমী,হিজলা প্রতিনিধি :
বরিশাল হিজলায় গভীর রাতে আনুমানিক ২০০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার বেপারী নামে এক মাদক ব্যবসায়ী জনতার হাতে আটক হয়েছে
হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে রবিবার ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে চর ছয়গাও বাজারের পিছনে মাদক সেবীদের নিকট গাজা বিক্রি করার সময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে,পরে পুলিশের কাছে সোপর্দ করে।
প্রাথমিকভাবে জানা যায় অপরাধীর বাড়ি পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর জেলার ঘোষেচর এলাকায়,তিনি দীর্ঘদিন এখানে ভাঙ্গারি ব্যবসা ও ফেরিওয়ালার কাজে নিয়োজিত রয়েছেন এবং ছয়গা বাজার সংলগ্ন স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছেন ৷