খুলনা বাংলাদেশ

পরিবেশবান্ধব বৃক্ষ রোপনে সাড়া জাগিয়েছে দেবহাটার নারী অধিকার উন্নয়ন সংস্থা

FB IMG 1694410456984
print news

সোহরাব হোসেন সবুজ, সাতক্ষীরা :

নামমাত্র বৃক্ষরোপন কর্মসূচি নয়, দীর্ঘ মাসব্যাপী পুরো উপজেলা জুড়ে পরিবেশবান্ধব বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে সাড়া ফেলেছেন বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলা শাখা। সাতক্ষীরা জেলার দেবহাটা শাখার নারীদের এ উন্নয়নমুখী কার্যক্রমে মুগ্ধ হয়েছেন স্থানীয় প্রশাসন, সচেতন মহলসহ সর্বস্তরের মানুষ।
এরই ধারাবাহিকতায় গতকালও হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচি। টাউনশ্রীপুর হাইস্কুল মাঠে বিতরণ করা হয় কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ।
বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা শাখার সভাপতি আখিনুর ইসলামের সভাপতিত্বে ও আসমা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম.এ কাসেম। কর্মসূচি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দেবহাটার জননন্দিত মানুষ, রুচিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

FB IMG 1694949953531
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আফসার আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা আব্দুল হক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও নুরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। দেবহাটার এই নারী সংস্থার পরিবেশবান্ধব মনোমুগ্ধকর কাজটি ইতিপূর্বে কয়কটি স্থানে পালন হয়েছে এবং আগামীতেও চলমান থাকবে বলে সংস্থার নারী সদস্যদের থেকে জানা যায়। সংস্থার কয়েকজন নারী কর্মী জানান, এই জনকল্যাণ ও পরিবেশবান্ধব কাজে দেবহাটার জননন্দিত মানুষ, আ.লীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম তাদেরকে নিঃস্বার্থভাবে উৎসাহ-অনুপ্রেরণা দিয়ে থাকেন বিধায় দেবহাটার অবহেলিত নারীরা আজ জনকল্যাণমূলক কাজে এগিয়ে যেয়ে জেলা তথা দেশের মানুষের নজরে এসেছে। এই নারী সংস্থার নেতৃবৃন্দ আগামীতে সকলের সহযোগিতা কামনা করেছেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *