বাংলাদেশ রাজশাহী

বগুড়ায় পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী গরু চোর মিঠু আটক

1695734301368
print news

আশাদুজ্জামান আশা,বগুড়া :
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার পৌর এলাকার ভরনশাহী গ্ৰামের বাইপাস সড়কে একটি বিশাল গাভীসহ মিঠু নামের একটি গরু চোরকে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে উপজেলার মাটি খোঁড়া গ্ৰামে। গ্ৰেফতার কৃত আসামি হলেন ধুনট সদর ইউনিয়নের মাটি কোড়া গ্ৰামের আশরাফ আলীর ছেলে মিনহাজ উদ্দিন মিঠু (৪০) ।
থানা পুলিশ , স্থানীয় ও মামলা সুত্রে জানা যায় যে উপজেলার মাটি কোড়া গ্ৰামের মৃত রইচ উদ্দিনের ছেলে আব্দুল লতিফের গোয়াল ঘর থেকে একটি গাভী গরু চুরি হয়, জানতে পেরে চিৎকার করে আশেপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করে। ধুনট বাজারে টহল কৃত থানা পুলিশ পৌর এলাকার পূর্ব ভরনশাহী বাইপাস এলাকায় গভীর রাতে একটি বিশাল গাভীসহ হাতে নাতে মিঠু নামের গরু চোরকে আটক করেন। তার বিরুদ্ধে মাদক, মারামারি, বিস্ফোরকসহ ১১টি মামলা রয়েছে।
মিঠু নিজে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচয় দিয়ে থাকেন। এই বিষয়ে ধুনট থানায় মামলা দায়ের হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত মনিরুল ইসলাম বলেন একটি গরুসহ মিঠু নামের একজন চোরকে গ্রেফতার করা হয়েছে এবং অজ্ঞতনামা চোরকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসা জিজ্ঞাসা বাদে জানা গেছে, গরু চুরির ঘটনায় আটককৃত মিঠুর সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন জড়িত ছিল ।এ ব্যাপারে মামলা দায়ের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হবে।

তবে সাংবাদিক আটকের বিষয়ে ধুনট উপজেলার সিনিয়র সাংবাদিক মাসুদ রানা বলেন, একজন আওয়ামী লীগ নেতার মালিকানাধীন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ধুনট প্রতিনিধি হিসেবে একাধিক মামলার আসামি চিহ্নিত ছাত্রদলের ক্যাডারকে আইডি কার্ড প্রদান করে পুরো সাংবাদিক সমাজকে হেয় করা হয়েছে।
মিনহাজ উদ্দিন মিঠুর বিরুদ্ধে পত্রিকার আইডি কার্ড ব্যবহার করে চাঁদাবাজি, চুরি ও মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *