চট্টগ্রাম বাংলাদেশ

পেকুয়ায় গৃহবধূকে আটকে রেখে নির্যাতন

images 2
print news
পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের পেকুয়ায় জন্নাতুল নাঈমা (২০) নামের এক গৃহবধূকে তালাবদ্ধ ঘরে আটকে রেখে ও মারধর করে নির্যাতন চালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
শনিবার রাতে পেকুয়া সদর ইউনিয়নের হারিণাফাঁড়ি নুইন্যা মুইন্যা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। জন্নাতুল নাঈমা চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ মিজানের মেয়ে।
ভুক্তভোগী গৃহবধূর মা শাহেনা বেগম বলেন, চার বছর আগে পেকুয়া সদর ইউনিয়নের হারিণাফাঁড়ি নুইন্যা মুইন্যা ব্রীজ এলাকার ফজল করিমের ছেলে প্রবাসী মো: জুনাইদের সাথে সামাজিকভাবে বিয়ে হয় জন্নাতুল নাঈমার। তাদের সংসারে দুই বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। বিয়ের পর থেকে স্বামী জুনাইদ তার পিতা-মাতা ও ভাইবোনদের কু-পরামর্শে আমার মেয়ের ওপর নানাভাবে ভাবে নির্যাতন চালিয়ে আসছে। আমরা সংসার টিকিয়ে রাখার আশায় এতদিন সয়ে গেছি। কিন্তু গত শনিবার আমার মেয়েকে পরিকল্পিতভাবে বেধড়ক পিটিয়ে ঘরে আটকে রাখে। প্রবাসী জুনাইদের হুকুমে তার বাবা ফজল করিম, মা সেতারা বেগম ও ভাই মোহাম্মদ ফয়সাল আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পুলিশের সহযোগিতায় দ্রুত উদ্ধার করতে না পারলে তাকে হয়তো জীবিত পেতাম না। পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এব্যাপারে পেকুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অর্পণ সেন বলেন, জাতীয় জরুরি সেবার কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ জান্নাতুল নাঈমাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য তার মায়ের জিম্মায় দেয়া হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *