চট্টগ্রাম বাংলাদেশ

কক্সবাজার সাজাপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে আটক-১

FB IMG 1696063699184
print news

মোহাম্মদ শাহ এমরান ::

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। র‌্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত/এজাহারভুক্ত আসামী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি-ছিনতাই এবং মাদকসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ নির্মূল ও মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‍্যাবের বিষেশ অভিজানে পারিবারিক মামলা নং-৫৩/০৮, ধারা-The family court ordinance 1985 এর 16(3B) মতে গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামী শফিউল আলম’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে।
র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুমান ০২.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে শফিউল আলম (৪০), পিতা-মৃত নূরুল হক, মাতা-হাজেরা বেগম, সাং-রংমহল, ডুলাহাজারা ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।
সে বর্ণিত মামলায় ৩ মাসের কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘ ৮ বছর ধরে নিরুদ্দেশ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *