আন্তর্জাতিক সংবাদ

লন্ডনে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ

london
print news

যুক্তরাজ্যের লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনাস্থলের বাইরে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ করেন তাঁরা।

সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটায় ওয়েস্টমিনস্টারের মেথডিস্ট সেন্ট্রাল হলে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক অগ্রগতির জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান ও বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অনুষ্ঠানস্থল ও এর আশপাশে অর্ধশতাধিক পুলিশ ভ্যান ও কয়েক শ পুলিশ সদস্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রেরণ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লন্ডনে দুই দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আগামীকালও আমরা শেখ হাসিনার হোটেলের সামনে বিক্ষোভ করব। অবিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *