ঢাকা বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় বিএনপির পথ সভা অনুষ্ঠিত 

IMG 20231003 233643 scaled
print news
শরীফ কাইয়ূম,মুকসুদপুর :
ফরিদপুর বিভাগীয় রোড মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে ঢাকা বরিশাল হাইওয়ে রাস্থায় এক পথ সভা অনুষ্ঠিত হয়।
৩ অক্টোবর ২০২৩ ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি অনুযায়ী মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে এ পথসভা হয়। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী   রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে প্রথম পথ সভা অনুষ্ঠিত হয়,  এবং গোয়ালন্দ মোড় থেকে দুপুর ১২ টায় রোড মার্চ শুরু হয়ে বসন্ত পুর, রাজবাড়ী রাস্তার মোড়, তালমা ও ভাঙ্গা উপজেলা হয়ে রোড মার্চ মুকসুদপুর উপজেলার বরইতলা বিকেল ৫ টায় এসে হাজির হয়। সকাল থেকেই মুকসুদপুর কাশিয়ানী সহ গোপালগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ রোড মার্চে যোগ দেন।
এ সময় রোড মার্চে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দের বহন করা গাড়ী বহর কে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক  সেলিমুজ্জামান সেলিমের পক্ষে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পির নেতৃত্বে এক বিশাল মটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত  জানানো হয়। এ সময় অস্থায়ী মঞ্চে বক্তব্যে নেতরা বলেন, এ অবৈধ ভোট চোর সরকারের সময় শেষ, বিএনপি ঘোষিত এক দফা দাবি মনে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকার কে বিদায় নিতে হবে।
রোড মার্চের এ পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির মাহমুদ খসরু, উপদেষ্টা  আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) সেলিমুজ্জামান সেলিম,  কেন্দ্রীয় যুবদলের সভাপতি শুলতান সালাউদ্দীন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইলাম মিল্টন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুদল কেন্দ্রীয় কমিটির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে রোড মার্চ মাদারিপুর জেলার মস্তাপুর মোড়ে গিয়ে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *