বিনোদন

‘মধ্যবিত্ত’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ

tanvir
print news

‘মধ্যবিত্ত’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন তানভীর হাসান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন তিনি। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

আমাদের বাস্তব জীবনের প্রতিদিনের চালচিত্রকে উপজীব্য করে ‘মধ্যবিত্ত’ সিনেমার গল্প গড়ে উঠেছে। গল্পে আবহমান বাংলার চিরায়ত চরিত্রগুলো ফুটিয়ে তুলছেন অভিনয় শিল্পীরা। গ্রাম থেকে শহর, ফুটপাত থেকে অট্টালিকা কোনো জায়গার চরিত্র বাদ যায়নি ‘মধ্যবিত্ত’ সিনেমায়।বুধবার (৪ অক্টোবর) প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। ফার্স্টলুকে নজর কেড়েছেন ওমর মালিক। এ ছাড়া প্রয়াত মাসুম আজিজ, এলিনা শাম্মী ও শিশির সরদারকেও দেখা গেছে। শহর আর গ্রামের এক ছায়াও ফুটে উঠেছে ফার্স্টলুকে।সিনেমাটি নিয়ে আশাবাদী ওমর মালিক। জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিনেমার গল্প সবার হৃদয় ছুঁয়ে যাবে। প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে ধারণ করবে বলে আমার বিশ্বাস। নাম শুনে গল্পের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে হয়ত কিন্তু তার চেয়েও বেশি কিছু করার চেষ্টা করেছি আমরা।’নির্মাতা তানভীর হাসান বলেন, ‌‘এটি আমার প্রথম নির্মাণ। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নির্মাণ করেছি। সিনেমাটি শ্রেণি বিভেদের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষের জীবন রেখা, সংগ্রাম তুলে ধরেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে দর্শক নিরাশ হবেন না।’নির্মাতা আরও জানান, অক্টোবরে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। ফার্স্টলুকের পর প্রকাশ হবে ট্রেলার। তারপর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।‘মধ্যবিত্ত’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজু সহ আরও অনেকে।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

 

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *