বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনের লালমনিরহাটে পালা গান


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে।লালমনিরহাট জেলা শিল্পকলার ব্যবস্থাপনায়, গতকাল সন্ধ্যায় লালমনিহাট জেলার পুরাতন মিলনায়তনে, এক পালাগানের আয়োজন করা হয়। শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ। গণজাগরণের শিল্প আন্দোলন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে।গণজাগরণের পালা গান। পালার নাম হসরত কেয়ামত। পরিবেশনাঃ বাউল আলামিন এবং কলি সরকার। স্থান জেলা পরিষদ মিলনায়তন পুরাতন লালমনিরহাট। তারিখ ০৭ অক্টোবর ২০২৩ ইং।সময় সন্ধ্যা ৬.৩০ ঘটিকা। আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ব্যবস্থা পনায় জেলা শিল্পকলা একাডেমী লালমনিরহাট। শব্দ ধরনে নজর আলী সাউন্ড,আলোক সজ্জায়- রেজা আলোর সজ্জা। উক্ত পালা গানে বাংলার ঢোল আনোয়ার হোসেন,অক্টোপ্যাড দীনবন্ধু রায় ও পর্বত, হারমোনিয়ামে জহির ও জাহাঙ্গীর, মন্দিরায় জুয়েল, বাঁশি বাধক অন্ধ আলী আকবর,দোতারা তবলায় হাসিনুর ও সিরাজুল। সঞ্চালনায়ঃ এন এইচ আশিক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মান্যবর জনাব মোহাম্মদ উল্ল্যাহ। পালা গানটি লালমনিহাট জেলা সকল শ্রেণীর মানুষ উপভোগ করেন। পালা গানটি রাত ১১ টায় সমাপ্ত ঘোষণা করা হয়।