বাংলাদেশ ময়মনসিংহ

দীর্ঘ একযুগের বেশি সময় ধরে শিকলে বাঁধা ঝিনাইগাতীর মেহনাজ

Pic Sharpur 2309171032
print news
এম,শাহজাহান শেরপুর প্রতিনিধি:  শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘ একযুগের বেশি সময় ধরে শিকলে বাঁধা অবস্থায় দিন কাটাচ্ছে এতিম মেহনাজ। মেহনাজ ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের (ভূমি অফিস ) সংলগ্ন ব্রীজপাড় এলাকার মৃত মোস্তফার ছোট মেয়ে। মোস্তফা তার, চার ছেলে ও দুই মেয়ে রেখে মারা যায়।
মেহনাজ এর বড়ভাই হাছান বলেন, ১৩বছর যাবত মেহনাজকে এভাবেই শিকলে বেধে রাখা হয়েছে। এতে করে তার শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতির  দিকে যাচ্ছে। অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারছিনা।  মেহনাজ এক সময় অন্য ছেলে-মেয়েদের মতোই সুস্থ ও সাভাবিক ছিল। সে ঝিনাইগাতী সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিল বলে জানা যায়, একদিন স্কুল থেকে বাড়ী ফেরার পর হঠাৎ করে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে।  এসময় তার বাবা মোস্তফা মেয়ে মেহনাজকে সুস্থ করার জন্য তার সাধ্যমতো চেষ্টা করেন,কিন্তু তার বাবা মারা যাওয়ায় এতিম মেহনাজ এর চিকিৎসা সেখানেই থেমে যায়। এতে করে বিনা চিকিৎসায় দিনে-দিনে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
এলাকাবাসীরা বলেন, মেয়েটি সু-চিকিৎসা পেলে হয়তো সুস্থ হতো। কিন্তু তার বড় ভাইয়েরা অত্যন্ত গরীব দিন আনে-দিন খায়, অর্থের অভাবে তার চিকিৎসা না করতে পারায় মেয়েটা সুস্থ হচ্ছে না।
এসময় তারা আরও বলেন,মেয়েটির বড়ভাই পেশায় একজন নৈশ-প্রহরী। পুরো মাস ডিউটি করে মাত্র পাঁচ হাজার টাকা মাইনে পায়, এই টাকা দিয়ে তার স্ত্রী সন্তান ও মানসিক ভারসাম্যহীন বোনকে নিয়ে সংসার চালাতে হয়। তাই ইচ্ছে থাকলেও- অর্থের অভাবে তার বোনের চিকিৎসা করাতে পারছেন না বড়ভাই হাছান। এমতাবস্থায় হাছান তার বোনের চিকিৎসার জন্য সরকারি বেসরকারী এনজিও সংস্থাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণের সু-দৃষ্টি কামনা করেন। এবং সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধি সমাজের বিত্তবান, সু-হৃদয়বান ব্যক্তিবর্গের সু-দৃষ্টি ও আর্থিক সহযোগিতা কামনা করেন। যাতে করে- বাবা-মা হারানো এতিম বোনের চিকিৎসা করতে পারে।
আর্থিক সাহায্যের জন্য মেহনাজ এর বড় ভাই হাছান এর (বিকাশ) মোবাইল নাম্বার ০১৯০৮-২৩৪৮৮১ প্রয়োজনে কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *