শব্দের জীবন : সম্রাট লিওন তালুকদার


শব্দের জীবন
সম্রাট লিওন তালুকদার
গল্প দিয়ে জীবন নয়,
জীবন থেকে গল্প হয়।
সত্য বলতে কেন ভয়?
সব অসত্যকে করো জয়,
তব তম জীবন হবে সুখময়।
যদি সব ভুলে বুকে টেনে লয়,
ভরে যাবে জীবন ভালোবাসার মহিমায়।
কে আপন কে পর কখনো তাকে চেনা বড় দায়,
অন্যের ভুল কেউ কি নিজের বলে মেনে নিতে চায়?
জেনে শুনে সব কিছু মেনে নিতে পারে শুধু একা মায়।
প্রথম শব্দ গুলোঃ
গল্প জীবন সত্য সব তব যদি ভরে কে অন্যের জেনে,
শেষের শব্দ গুলোঃ
নয় হয় ভয় জয় সুখময় লয় মহিমায় দায় চায় মায়।