শিক্ষা

নলতা হাইস্কুলে দরিদ্র শিক্ষার্থীদের ড. হোসনে আরা বানু বৃত্তি প্রদান

received 1069126264446888
print news
সোহরাব হোসেন সবুজ, সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা হাইস্কুলে গতকাল বেলা সাড়ে ১০ টায় প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির জুলাই থেকে ডিসেম্বর’২৩ পর্যন্ত ৬ মাসের ব্যক্তি প্রতি মাসিক ৫০০ টাকা হারে ২য় কিস্তির এককালীন ৬০ হাজার টাকা বিদ্যালয়ের ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ি, নলতা হাইস্কুল থেকে ১৯৮১ সালে স্ট্যান্ড করে বর্তমান কানাডা প্রবাসী হওয়া সত্ত্বেও নিজ অধ্যায়নকৃত বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যাতে লেখাপড়া আরো ভালোভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে ওঠে সে লক্ষ্যে দীর্ঘদিন থেকে প্রকৌশলী ড. হোসনে আরা বানু নিজ নামে বৃত্তি প্রদান করে আসছেন। প্রথম দিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কম হলেও বর্তমানে ২০ জন। পরবর্তীতে এ সংখ্যা যাতে আরো বৃদ্ধি পায় সেজন্য অনুরোধ জানান প্রধান শিক্ষক। নলতা হাইস্কুলের সাবেক শিক্ষক, নলতা ইউপির মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: শহিদুল আলম ও মেরিন ইঞ্জিনিয়ার মো: এনামুল হক সেলিম এর আপন বোন প্রকৌশলী ড. হোসনে আরা বানু বৃত্তির ২য় কিস্তির বৃত্তির টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন- নলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল মোনায়েম, ড. হোসনে আরা বানু’র মেজ ভাই ও বিশিষ্ট সমাজসেবক মো: হাবিবুর রহমান, সমাজসেবক আলহাজ্জ মো: রেজাউল ইসলাম, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান ও সংবাদকর্মী মো: মনিরুজ্জামান (মহসিন), নলতা এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো: আশরাফুল ইসলাম, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: মিজানুর রহমান প্রমূখ। ড. হোসেন আরা বানু বৃত্তির ২য় কিস্তির টাকা প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-৬ষ্ঠ শ্রেণির মোছা: রুবিনা পারভীন ও মোছা: মরিয়ম পারভীন। ৭ম শ্রেণির জ্যোতি ব্যাণার্জী।
৮ম শ্রেণির মোছা: সুরাইয়া পারভীন, মো: মোস্তাকিন হোসেন, মো: সাদিক হোসেন, মো: ফরহাদ হোসেন, নিলুফা ইয়াসমিন, মির্মা আক্তার ইভা ও ফারহানা আক্তার রূপা। ৯ম শ্রেণির মোছা: ফতেমা পারভীন, মোছা: মীরা, মো: নাঈম হোসেন, সাদিকুল ইসলাম সাজিদ, মো: আলমগীর হোসেন, আয়েশা খাতুন, ঐশী ঘোষ ও রুবিনা পারভীন। ১০ম শ্রেণির মো: সাব্বির হোসেন ও মো: রুমন শাহরিয়ার।

*গুরুত্বপূর্ণ  সব সংবাদ ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *