মালদ্বীপে কী করছেন পরিণীতি


বিয়ের একমাস না হতেই স্বামী রাঘব চাড্ডাকে ফেলে মালদ্বীপে পাড়ি দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেখানে সৈকতের পারে ননদের সঙ্গে কালো বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৬ অক্টোবর) নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরিণীতি।ছবির ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, ফটোগ্রাফার হিসেবে ছ বিটি তুলে দিয়েছেন তার ননদ। আরও জানিয়েছেন, এটা একটি গার্লস ট্রিপ। কোনো হানিমুন নয়।
চলতি বছরের মার্চ মাসে পরিণীতি আর রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন শোনা যায়। অল্প দিনের মধ্যেই আংটিবদল করে ফেলেন দু’জনে। গত মাসের ২৪ তারিখ উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি-রাঘব।
বিয়ের মণ্ডপে প্রেম প্রকাশে কোনও কার্পণ্য করেননি ‘বিন্দাস ব্রাইড’ পরিণীতি। যখনই ইচ্ছে হয়েছে, ভালবাসার চুম্বন উপহার দিয়েছেন রাঘবকে।
বিয়ের পরদিন বেলা গড়াতেই উদয়পুরের লীলা প্যালেস ছাড়েন রাঘব-পরিণীতি। সেখানেও জিনস-টপে সাবলীল ছিলেন পরিণীতি। দিল্লি পৌঁছে অবশ্য হলুদ রঙের চুড়িদার পরেন পরিণীতি। রাঘবের পরনে তখন ছিল পাঞ্জাবি আর হাফকোর্ট।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।