নলছিটিতে ফারজানা ক্লিনিকে অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা


ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ফারজানা ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফির চেয়ে বাড়তি নেওয়া ও ক্লিনিকের ওষুধ রাখার ফ্রিজে মাছ-মাংস রাখার অপরাধে এ জরিমানা করা হয়। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ জরিমানা করেন।তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
* দেশ বিদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।