বরিশাল বাংলাদেশ

বরিশালের মুলাদীতে প্রশিক্ষণার্থীদের খাবারের টাকা আত্মসাৎ করলো যুব উন্নয়ন কর্মকর্তা!

d4019
print news

বরিশাল অফিস :  বরিশালের মুলাদীতে প্রশিক্ষণার্থীদের খাবারের পরিবর্তে নাশতা দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলামের বিরুদ্ধে। ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণে খাবার না দিয়ে টাকা আত্মসাৎ করছেন বলে জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন প্রশিক্ষণার্থীরা। তবে কর্মকর্তার দাবি, বরাদ্দ টাকার ভ্যাট কর্তনের পরে সমুদয় টাকার নাশতা দেওয়া হয় প্রশিক্ষণার্থীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ‘সমন্বিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয় কর্মসূচি’ বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ১৫ অক্টোবর থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ দিনব্যাপী ওই প্রশিক্ষণ শুরু করে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়। প্রশিক্ষণার্থীরা জানান, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি চলে। এর মধ্যে যুব উন্নয়ন কার্যালয় প্রত্যেককে একটি শিঙারা, একটি আপেল এবং আধা লিটার পানির বোতল দেওয়া হয়। কিন্তু আজ জানতে পারেন সবার দুপুরে খাবারের জন্য ১৫০ টাকা বরাদ্দ আছে। যুব উন্নয়ন কর্মকর্তা খাবার না দিয়ে ৩০-৩৫ টাকার নাশতা দিচ্ছেন এবং বাকি টাকা আত্মসাৎ করছেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রশিক্ষণার্থীদের জন প্রতি বরাদ্দ ১৫০ টাকা হলেও ভ্যাট কর্তন করা হয়। কর্তনের পরে বাকি টাকার নাশতা দেওয়া হয়। এ বিষয়ে ইউএনও মো. নিজাম উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

* দেশ  বিদেশের  সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *