৭ মাসে হাফেজ হলেন মাহিদুর
পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করে হাফেজ হয়েছে ১১ বছরের মাহিদুর রহমান। মাহিদুর রহমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী। কুরআনে হাফেজ সম্পন্নকারী মাহিদুর রহমান জেলার গোমস্তাপুর উপজেলার বিসিক্ষত্র গ্রামের আনিসুর রহমানের ছেলে। নাচোল কন্যানগর দারুল-উলুম কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান বলেন, গত বছরে মাহিদুর আমাদের মাদ্রাসায় ভর্তি হন। মাহিদুর আমাদের আন্তরিকতায় […]













