শুটিং বাতিল মধুমিতার!
বাংলার গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় নাম লিখিয়েছিলেন মধুমিতা সরকার। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের ছবি ‘ফর্জ’-এ মুখ্য চরিত্রে তার অভিনয় করার কথা প্রকাশ্যে এসেছিল। কিন্তু টলিপাড়ার অন্দরের গুঞ্জন, সেই ছবি নাকি আটকে গেছে। আপাতত বন্ধ ছবির কাজ। শোনা যাচ্ছে ছবির জন্য বরাদ্দ বাজেট নাকি খুবই বেশি। সূত্র বলছে, এখনই ততটা আয়োজন করে উঠতে পারেনি প্রযোজক। তাই এই […]













