গাজা:আমরা যুদ্ধ চাই না,আমরা চাই এটি একবারের জন্য শেষ হোক
ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজার ৩৮ বছর বয়সি বাসিন্দা ইনাস আবু মামার। গাজার দুই বছরের যুদ্ধে অনেক কিছু হারিয়েছেন তিনি। বারবার বাস্তুচ্যুত হতে হয়েছে। ধ্বংস করা হয়েছে বাড়িঘর। চোখের সামনে মেরে ফেলা হয়েছে আপনজনকে। সবমিলিয়ে শোকে পাথর ইনাস মামার। মঙ্গলবার গাজায় যুদ্ধ বন্ধের আকুতি জানিয়ে ফিলিস্তিনি এই নারী বলেন, ‘আমরা যা হারিয়েছি তা যথেষ্ট। আমাদের অনেক […]













