apu shakib 20240113191125 বিনোদন

আমি চাইতাম শাকিব ব্যবসা করুক : অপু

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ব্যবসায় নাম লিখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি রিমার্ক নামের একটি প্রসাধনী প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন তিনি। যেই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে আছেন তারই প্রাক্তন স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস।ব্যবসায়িক জগতে শাকিবের পদার্পণের পরই তাকে শুভকামনা জানিয়েছেন অপু। সেইসঙ্গে এই নায়িকা জানান, তিনি সবসময় চাইতেন শাকিব খান ব্যবসা করুক।অপু বিশ্বাস বলেন, ‘আমার […]