আঙুর চাষে সফলতা
ইত্তেহাদ নিউজ,শেরপুর : প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে আঙুর ফল চাষ করে সফলতা পেয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের চাষি জালাল মিয়া।বর্তমানে তার বাগানে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট আঙুরের ছড়া। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে চারা লাগানোর ১৪মাস পর ২০২৪ সালে এপ্রিল মাস থেকে বাগানে ফল আসে এবং এখনও ফল আসা […]