আছর উদ্দিন বয়স ৩২ বছর পার হলেও দেখতে শিশুর মতো
ইত্তেহাদ নিউজ ডেস্ক : বয়স ৩২ বছর পার হলেও ভূরুঙ্গামারীর ৪০ ইঞ্চি উচ্চতার আছর উদ্দিন এখনো দেখতে হুবহু শিশুর মতোই। শুধু তাই নয়, শিশুসুলভ আচরণ নিয়ে সারাদিন খেলাধুলাও করছেন গ্রামের অন্য শিশুদের সঙ্গে।উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের চেয়ারম্যানপাড়ার মো. আজিম উদ্দিন ও আছিয়া বেগম দম্পতির ছেলে আছর উদ্দিন ওরফে ছমির। বর্তমানে তার দরিদ্র মা-বাবা দেখাশোনা করলেও […]