বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালুক কালোয়া গ্রামে বাণিজ্যিকভাবে দক্ষিণ আফ্রিকার গ্লাডিওলাস ফুল চাষ শুরু করছেন কৃষক নুরবখত আলী। গ্লাডিওলাস ফুলের পাশাপাশি তার জমিতে গাঁদা ও সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে। প্রায় ৫০ শতক জমিতে গ্লাডিওলাস চাষ করে লক্ষাধিক টাকায় বিক্রির আশা করছেন তিনি।রংভেদে প্রতিটি গ্লাডিওলাস ফুলের স্টিক ৫-২৫ টাকা দরে বিক্রি করছেন নুরবখত। […]