পাইকগাছায় কপোতাক্ষ নদের সরকারি মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটায়
ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে উপজেলার চাঁদখালীতে কপোতাক্ষ নদের খননকৃত মাটি কেটে রাতের আধারে পাঁচার করা হচ্ছে ইট ভাটায়। প্রশাসনের নজরদারি স্বত্বেও প্রভাবশালী ব্যক্তিরা ফাঁকি দিয়ে বেকু ম্যাশিনে মাটি কেটে মহেন্দ্র গাড়ীতে করে ইট ভাটায় পাঁচার করছেন। এ ঘটনায় কালীদাশপুর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শফিকুল ইসলাম গাজী,সালাউদ্দীন গাজী,মেহেদী হাসান,নজরুল […]