বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস,টাকা ছাড়া ফাইল নড়ে না
বরিশাল অফিস : টাকা ছাড়া পাসপোর্ট অফিসে ফাইল নড়ে না এমন অভিযোগ ভুক্তভোগীদের ।দালাল শহিদুল ইসলাম জানান, কোনোরকম ভোগান্তি ছাড়াই পাসপোর্ট করে দিতে পারবেন তিনি। পাসপোর্ট অফিসের বিপরীতে ফিশারি রোডের এক দোকানে গেলে কম্পিউটার অপারেটর ইয়াসিন জানান, ১০ বছরের একটি পাসপোর্ট করতে ৮ হাজার ও ৫ বছরের একটি পাসপোর্ট করতে নেয়া হয় ৬ হাজার টাকা। মাত্র ৩০ […]