গোয়ায় গিয়ে নিখোঁজ নেপালি মেয়রের কন্যা
হিমালয়ান টাইমস : নেপালের এক মেয়রের কন্যা ভারতের উপকূলীয় রাজ্য গোয়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন। তার নাম আরতি হামাল (৩৬)। তার বাবা এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, আরতি হামাল ধর্মগুরু ওশোর অনুসারী। গত কয়েক মাস ধরে গোয়ায় অবস্থান করছিলেন তিনি। সোমবার রাতে তাকে শেষ দেখা গিয়েছিল। ওইদিন রাত সাড়ে ৯টায় অশ্বেম সেতুর […]