1 অনুসন্ধানী সংবাদ

চট্টগ্রাম বিভাগীয় কারা হাসপাতালে সুস্থ রোগীতে গমগম

টাকায় নাকি বাঘের চোখও মেলে! চট্টগ্রামের প্রভাবশালী বন্দি আসামিরা ‘বাঘের চোখ’ না কিনলেও টাকা খরচা করে কিনছেন রাজকীয় জীবন। রোগী সেজে কারা হাসপাতালকে বানিয়েছেন আরাম-আয়েশের ঠিকানা। হাসপাতালে ভর্তি থাকার কথা রোগশোকে বিধ্বস্ত মুমূর্ষু রোগীর। পিলে চমকানো তথ্য হলো, চট্টগ্রামে ১০০ শয্যার বিভাগীয় কারা হাসপাতালটি সুস্থ রোগীতে গমগম। প্রতি মাসে হাজার বিশেক টাকা খরচ করলেই মেলে […]