বরিশালে চোখের ছানী অপারেশন করাতে এসে মৃত্যু’র অভিযোগ
বরিশাল অফিস : বরিশাল কাশিপুর ইসলামি চক্ষু হাসপাতালে চোখের ছানী অপারেশন করাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন আব্দুল হাই তালুকদার। গত ২৬ জুলাই অপারেশনের পরপরই তার শ্বাস কষ্ট বেড়ে যায়। হাসপাতালে তেমন কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় এক পর্যায়ে রোগীকে শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। শেবাচিমে ভর্তির কিছু সময় পরই মৃত্যূর কোলে ঢলে পড়েন আঃ […]