সফল কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবু
ইত্তেহাদ নিউজ,বগুড়া : শখের বশে আম চাষ শুরু করেছিলেন আবু তাহের বাবু। মাত্র ১০টি আমগাছ দিয়ে শুরু হলেও বর্তমানে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তিনি। বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে ফকিরপাড়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা আবু তাহের বাবুর (৪২) বাগানে বর্তমানে গাছের সংখ্যা সাত শতাধিক।উপজেলার ফকিরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে আবু তাহের বাবু লেখাপড়া শেষ করে […]