ঝালকাঠির গাবখান সেতু টোলমুক্ত’র দাবী জোড়ালো হয়ে উঠছে
মামুনুর রশীদ নোমানী,বরিশাল অফিস : ঝালকাঠির গাবখান নদীর ওপরে বাংলাদেশ -চীন মৈত্রী সেতু।যেটি গাবখান সেতুটি নামে পরিচিত। ২০০২ সালে সেতুটি সাধারন মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়।বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠিতে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বাংলাদেশে যে কয়টি সেতু রয়েছে তার মধ্যে সবচরয়ে বেশি উঁচু এই গাবখান সেতুটি।যার স্ট্যান্ডার্ড হাইট […]