বাকেরগঞ্জে ৮লাখ টাকা ঘুস দিয়েও চাকরি পাচ্ছেনা অটোচালক ইমরান
বরিশাল অফিস : চতুর্থ শ্রেণির একটি চাকরীর জন্য সহায়-সম্বল সব বিক্রি করে প্রায় ৮লাখ টাকা দিয়েও চাকরী না পেয়ে এবার আদালতের দারস্থ হলেন বাকেরগঞ্জের অটোচালক ইমরান আহম্মেদ। হতদরিদ্রের এই টাকা চলে গেছে কয়েকজন বিত্তবানের পেটে। ফলে চাকরী ও টাকা দুটোই এখন হারানোর পথে ইমরান। ঘটনাটি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের গুয়াখোলা গ্রামে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]