সাপখালী খাল থেকে ৪ জেলে আটক
সুন্দরবনে সাপখালী অভয়ারণ্য খালে কাঁকড়া ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা।বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর ৬টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের সাপখালী খালে কাঁকড়া ধরার সময় অভিযান চালিয়ে মালপত্রসহ জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৫০ কেজি কাঁকড়াসহ আনুসঙ্গিক মালামাল জব্দ […]