ইলমে দ্বীনের প্রসারে ছারছীনার মরহুম পীর ছাহেবের অবদান অপরিসীম
বরিশাল অফিস : আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, বৃটিশ আমল হতে অদ্যবধি ছারছীনা দরবার শরীফ ১২৫ বছর যাবত ইলমি দ্বীন প্রচার ও প্রসারসহ ইসলামের বিভিন্নমূখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তন্মধ্যে বিশেষ করে মরহুম বাহরে শরীয়ত মুজাদ্দিদে যামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ […]