a77c8cac8ff2b50c96f2ced410ee78fc 5e2d7d265bd43 অনুসন্ধানী সংবাদ

সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অনুদানে নয় ছয় : আবেদনের ৯৫ শতাংশই ভুয়া

ইত্তেহাদ নিউজ ডেস্ক : একজন-দুজন নয়, ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত প্রায় ছয় হাজার রোগীর নামে বরাদ্দ অর্থ আত্মসাতের আয়োজন চূড়ান্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এসব রোগীর নামে সরকারি অনুদানের প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ অধিদপ্তরে সুপারিশ পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক এই আবেদনের ৯৫ শতাংশই ভুয়া বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, মন্ত্রণালয়ের প্রভাবশালীদের […]