আ.লীগ নেতার সঙ্গে বিরোধ ডাকাত বলে ১১ ভাড়াটেকে দিলেন পুলিশে
সিলেট প্রতিনিধি : সিলেটে আওয়ামী লীগ নেতার সঙ্গে বিরোধ ছিল তার ভবনে থাকা ভাড়াটেদের। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হৈ চৈ হাতাহাতির ঘটনা ঘটে তাদের মধ্যে। একপর্যায়ে বাসায় ডাকাত হানা দিয়েছে বলে পাড়ার মসজিদে মাইকিং করান ওই আওয়ামী লীগ নেতা।পরে ভাড়াটেসহ ১১ জনকে ডাকাত বলে আটক করে পুলিশে দেয় ওই আওয়ামী লীগ নেতার লোকজন। রোববার রাত […]