হাসপাতালের অভ্যন্তরে ‘গাঁজা’র বাগান!
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফরিদপুর জেনারেল হাসপাতালের অভ্যন্তরে গাঁজার বাগান। যদিও কেউ বলছেন এটি গাঁজার গাছ, কেউ বলছেন ভাংগাছ।তবে সবাই বলছেন দুটি গাছই নেশাজাতীয়। দিনের পর দিন কয়েকশ গাঁজার গাছ বেড়ে উঠলেও তা চোখে পড়েনি হাসপাতাল কর্তৃপক্ষের।একশ বছরের প্রাচীন ফরিদপুর জেনারেল হাসপাতালটি গত কয়েক বছর ধরে ধুঁকছে নানা সমস্যায়। তারপরও জেলা […]