‘আসলে-কিন্তু’র ঘেরাটোপে টিভি সাংবাদিকতা!
ইলিয়াস হোসেন: শুরুর দিকে বেসরকারি টেলিভিশনের সংবাদ, দেশের গণমাধ্যমে বিপ্লব আনে। সিনেমা-নাটকের চেয়েও জনপ্রিয় হয়ে ওঠে সংবাদ ও সংবাদসংশ্লিষ্ট অনুষ্ঠানমালা। রিপোর্টার-উপস্থাপক তারকা খ্যাতি পেতে থাকেন। ঝকঝকে টেলিভিশন চ্যানেলগুলো কর্মীদের ড্রেস কোড, পরিবহন সেবা, ক্যাটারিংয়ের ক্ষেত্রেও স্মার্টনেসের প্রতিযোগিতায় নামে। সংবাদ সংগ্রহ ও পরিবেশনে স্বকীয়তা প্রতিষ্ঠায় থাকে আপসহীন। ভয়েস-কালার-সাউন্ড-গ্রাফিকস-ইফেক্ট দেখেই আলাদা করা যেত তাদের। পত্রিকার অভিজ্ঞ, পরিশ্রমী, […]