fu ফিচার

ভৈরবে দুম্বা পালন করে স্বাবলম্বী সবুজ

ইত্তেহাদ নিউজ,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবের উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের সবুজ। সৌদিতে ছিলেন তিনি। সেখানে দুম্বা চাষ দেখেই আগ্রহ জন্মে দুম্বা পালনের। সিদ্ধান্ত নেন দেশে ফিরে বাণিজ্যিকভাবে দুম্বা পালন করবেন। তিন বছর আগে দেশে ফিরে শুরুর করেন দুম্বা ও ছাগল পালন। এখন তিনি সফল খামারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়াও পাচ্ছেন ব্যাপক। বেচাকেনা তো করছেনই। তার […]