বাতিঘরের দ্বীপ কুতুবদিয়া
ইত্তেহাদ নিউজ ডেস্ক : চিকচিক বালি,নীল জলরাশি,ঢেউয়ের গর্জনের সমুদ্দুর,পাখির ডাকে সকালের রোদ্দুর,আকাশের বিশালতা গায়ে চাদর জড়িয়ে দিবে বাতাসের মমতা। শিক্ষাঙ্গনের উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা স্বপ্ন দেখি একদিন ভ্রমণে যাব। অপেক্ষায় থাকলাম ছুটি হওয়ার। অবশেষে ছুটি হলো। ঠিক করলাম কক্সবাজার যাব বাতিঘরের দ্বীপ কুতুবদিয়াতে। বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশে আমি আর বন্ধু রাইসি। ব্যাগভর্তি প্রয়োজনীয় জিনিস। […]