১২ বিয়ে করা সেই ডালিয়া অবশেষে কারাগারে
নরসিংদী প্রতিনিধি : কারাগারে পাঠানো হয়েছে ১২ বিয়ে করা কোটালিপাড়ার সেই ডালিয়াকে। বুধবার নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলায় হাজিরা শেষে আত্মসমর্পণ করতে গেলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। বিয়ে করাই যেন ডালিয়ার নেশা। ডালিয়া প্রথমে বিয়ে করেন, এরপরই কাবিনের টাকার জন্য স্বামীদের করেন শারীরিক ও মানসিক নির্যাতন। এভাবেই একে একে ১২টি বিয়ে […]