৫ লাখ টাকায় সরকারি তিশীখালী খালটি বিক্রি
নাটোর প্রতিনিধি : খালের নাম তিশীখালী। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত ৫ কিলোমিটারের এই খালটি দুই অর্থবছরে পুনঃখনন করা হয়েছে। অথচ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে পাঁচ ভাগে ভাগ করে ৫ লাখ টাকায় সরকারি এই খালটি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম আল তৌফিক পরশ। তিনি নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের […]