ড. মুহাম্মদ ইউনূস : একজন বাংলাদেশি নোবেল বিজয়ীর গল্প
সেদিনের কথা এখনো মনে পড়ে। ঘুম থেকে উঠেই চারদিকে দেখছি একটা চাপা আনন্দ, একটা উৎসব । সে সময় বয়স কম ছিলো ,বেশি বুঝিনি, শুধু পেপারের বড় বড় বিজ্ঞাপনে একজন বাঙ্গালীর নাম দেখে খুশিতে, গর্বে বার বার অশ্রু এসে যাচ্ছিলো। সবাই পায়, বাংলাদেশের কেও পায়নি, হয়ত পাওয়ার আশাও করেনি কেও, কিন্তু হঠাৎ ভোরে সব বদলে গেলো […]